Bengali |
has gloss | ben: ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়: National Education Association) বা এনইএ (NEA) হচ্ছে যুক্তরাষ্ট্রের পেশাজীবীদের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন। এই সংগঠনটি যেসকল গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তার মধ্যে আছে, পাবলিক বিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুষদ ও বিভাগের কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষক, এবং যেসকল ছাত্র যা শিক্ষক হতে যাচ্ছেন। এনইএ-এর সর্বমোট সদস্য সংখ্যা প্রায় ৩২ লক্ষ এবং এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সি.-তে। যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যে এর একাধিক অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রয়েছে, এবং দেশজুড়ে ১৪,০০০-এরও বেশি গোষ্ঠী এর সাথে সম্পৃক্ত। এই প্রতিষ্ঠানের মোট কর্মজীবির সংখ্যা ৫৫০ জনেরও বেশি এবং ২০০৬-২০০৭ অর্থবছরে প্রতিষ্ঠানটির বাজেট ছিলো প্রায় ৩০.৭ কোটি মার্কিন ডলার। বর্তমানে এই প্রতিষ্ঠানটির প্রধান বা প্রেসিডেন্ট পদে রয়েছেন ডেনিস ভ্যান রোকেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে প্রতিষ্ঠানটি ইনকর্পোরেশন বা কর্পোরেশন হিসেবে নিবন্ধিত, যদিও বেশিরভাগ অঙ্গরাজ্যে এটি ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ হিসেবেই নিবন্ধিত। সেই সাথে এটি শিক্ষকদের আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন এডুকেশন ইন্টারন্যাশনালের সদস্য। এটির ওয়েবসাইটে এনইএ "পেশাদার কর্মীদের সংগঠন" (professional employee organization<ref name="nea.org"/>)... |
lexicalization | ben: ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন |
French |
has gloss | fra: Fondée en 1857 sous le nom de National Teachers Association (NTA) et, la National Education Association (NEA), qui porte ce nom depuis 1870, est la première organisation syndicale des Etats-Unis avec 3,2 millions de membres . Elle regroupe les enseignants du secteur public, les professeurs en formation ou retraités, les personnels ouvriers. Dennis Van Roekel est son actuel président. Non-membre de lAFL-CIO, le NEA est membre de lInternationale de l'éducation. |
lexicalization | fra: National Education Association |
Hindi |
has gloss | hin: राष्ट्रीय शिक्षा संघ संयुक्त राज्य अमेरिका की सबसे बड़ी मजदूर संघ है, जिसके सदस्य महाविद्यालय और विश्वविद्यालय के शिक्षक और कर्मचारी हैं। |
lexicalization | hin: राष्ट्रीय शिक्षा संघ |